ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরুষ্কাকে গোলাপ উপহার দিলেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে লাল গোলাপ উপহার দিয়েছেন তিনি।
এ সময় তারা কিছুক্ষণ ধরে আলাপচারিতায়ও মেতেছিলেন। পরে বিরুশকা জুটির সঙ্গে ছবিও তোলেন মোদি।
বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে লাল রঙের বেনারশি শাড়ি পরেন আনুশকা। হাতে চুড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। বিরাট পরেছিলেন কালো সিল্কের জামা আর শাল।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরুষ্কা। এরপর মধুচন্দ্রিমা শেষে দেশে ফেরেন এই জুটি। দেশে ফিরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সশরীরে গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এরই পরিপ্রেক্ষিতে দিল্লিতে আয়োজিত বৃহস্পতিবারের সেই অনুষ্ঠানে হাজির হন মোদি। মোদি এ সময় নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন। হাতে তুলে দিয়েছেন ওই উপহার।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি