বিলবোর্ড দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না : কাদের
প্রকাশিত : ২২:০৪, ৭ অক্টোবর ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ব্যানার, পোস্টার, বিলবোর্ড দেখে কাউকে মনোনয়ন হবে না। এবার মনোনয়ন দেওয়া হবে জনমতের উপর ভিত্তি করে।
রোববার রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্স এলাকায় আওয়ামী লীগ ঘোষিত গণসংযোগ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা প্রস্তুত হোন, অক্টোবর মাসে আমরা মনোনয়ন চূড়ান্ত করে ফেলব। এ মাসে কোনো অন্তবর্তীকালীন, নির্বাচনকালীন সরকার হবে না। সরকার যেটা আছে শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারই থাকবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা দলীয় মনোনয়নের বিরোধিতা করবেন, এবার প্রধানমন্ত্রী তাদের ক্ষমা করবেন না। শোডাউন করে যারা মনোনয়ন দাবি আদায় করবেন নিজের পছন্দমতো প্রার্থীর পক্ষে শ্লোগান দিয়ে দাবি আদায় করবেন, সেই ধারণা যারা করছেন, শোডাউনে কারও নমিনেশন হবে না।
তিনি আরও বলেন, শোডাউনের নামে যারা বিশৃঙ্খলা করবে, তাদের নম্বর কাটা যাবে। কয়েকটা সংস্থা মনিটর করছে। আপনারা মাঠ পর্যায়ে কি করছে সব জানা আছে। তাই প্রার্থীদের বলবো, সমর্থকদের থামান। না হলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে। আমি আবারও বলছি, শেষ পর্যন্ত কর্মীদের প্রমাণ করতে হবে যে আমরা একটা সুশৃঙ্খল দল।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, ঢাকা আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন