বিলুপ্তির পথে চাঁদপুরের পুরাণবাজারের বানর [ভিডিও]
প্রকাশিত : ১১:৫৪, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫৬, ১৭ জুলাই ২০১৮
এক সময় অবাধ বিচরণ থাকলেও চাঁদপুর শহরের পুরাণবাজারে বানর এখন অকেটাই বিলুপ্তির পথে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেক বানর। খাবারের খোঁজে লোকালয়ে গিয়েও মারা পড়ছে কিছু। আবার পুরাণবাজারের ঘনবসতিও বাধ সাধছে বানরের বিচরণে।
বৃটিশ আমল থেকেই বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত চাঁদপুরের পুরাণবাজার। ধান-ময়দার মিল, মুড়ি-চিড়া, বেকারি জাতীয় খাবাবের বহু কারখানা থাকায় গড়ে উঠে বিভিন্ন প্রাণীর আবাসস্থল। তখন থেকেই পুরানবাজারে ছিলো বানরের অবাধ বিচরণ ক্ষেত্র।
প্রচুর গাছ আর খোলা জায়গার কারণে ছিল হাজার হাজার বানরের বাস। মানুষের সঙ্গে বানরগুলোর সখ্য যেমন ছিল, তেমনি বানরের অত্যাচারে এলাকা ছাড়ার ঘটনাও কম ছিল না।
তবে গত এক যুগে ওই এলাকায় গাছপালা কমে যাওয়ায় বাসস্থান সংকটে পরে বানরগুলো। খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে মারা পড়ছে তারা। অনুকূল পরিবেশের অভাবে দিন দিন বিলুপ্তির পথে বানরকুল। বানরের জন্য নিরাপদ আবাসস্থল করতে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের।
এ সংকট নিরসনে সরকারি বরাদ্দ না থাকায় কোনও উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে জানান বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
বানরের নিরাপদ আবাসস্থল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় চাঁদপুরবাসী।
একে//
আরও পড়ুন