ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশাল এক মাছ নিয়ে উড়ছে পাখি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৪ জুলাই ২০২০ | আপডেট: ১৭:০০, ৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পাখিরা মাছ খায়। বিভিন্ন নদ-নদী দিয়ে ছোঁ মেরে মাছ ধরে নিয়ে যায়- এ দৃশ্য প্রায়ই দেখা যায়। সে মাছ হয়তো তেমন বড় নয়। কিন্তু নিজের চেয়েও বড় এক মাছকে নিয়ে এই প্রথম উড়তে দেখা গেল একটি পাখিকে।

সি বিচের উপর দিয়ে নখ দিয়ে ধরে বড় একটি মাছ নিয়ে উড়ে যাচ্ছিল একটি পাখি। বিচে থাকা অনেকেই এই দৃশ্যটি দেখছিলেন। কিন্তু সেই দৃশ্যটি হাতছাড়া করলেন না বিচে থাকা এক তরুণী। তিনি দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

যুক্তরাষ্ট্রের মিরটেল বিচে সাউথ ক্যারোলিনার এক তরুণী ধারণ করেন ভিডিওটি। সেখানে দেখা যায়, সি বিচের ওপর দিয়ে সেই খাদক রাপ্টর পাখি দুই পায়ের নখ দিয়ে আটকিয়ে বড় একটি মাছকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনার সময় সেই সি বিচে যারা উপস্থিত ছিলেন তারা পাখিটি ঈগল না কোন্ডোর সেই প্রশ্ন তুলেছেন। যদিও বেশির ভাগের দাবি সেটা রাপ্টর।

ট্র্যাকিং শার্কস নামের এক সংগঠন নেটিজেনদের সাহায্য চেয়েছেন। কী পাখি এতবড় মাছ নিয়ে উড়ে যাচ্ছে তা জানতে চেয়েছেন?

দেখুন সেই ভিডিও:

<p style="text-align:justify"> 

 

ইতিমধ্যে টুইটারে পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই প্রায় ১৫ মিলিয়ন ভিউজ পেয়েছে এই ভিডিও। হাজারেরও বেশি কমেন্টস পড়েছে। এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘সেই মাছ কি তাহলে হাঙর? অনেকে বলেছেন, ‘তাহলে পাখিটি কী?’

এএইচ/ এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি