ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ। 

অধ্যাপক আনিসুর রহমানের ছাত্র আকাশ বলেন, তিনি আমাদের আদর্শ ছিলেন। তিনি আমাদের বলতেন, বাংলাদেশের কৃষি তোমাদের পাঠ্যবই আর কৃষকরা তোমাদের শিক্ষক।

১৯৩৩ সালে জন্মগ্রহণকারী আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

স্বাধীনতার পর তিনি পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে যোগ দেন। ১৯৭৭ সালে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার স্থায়ী সচিবালয়ে যোগদান করেন। ১৯৯০ সালে জাতিসংঘের সংস্থা থেকে অবসর গ্রহণ করেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জেনেভা থেকে ফেরার পর অধ্যাপক আনিসুর রহমানের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের জন্য সোচ্চার ছিলেন। 

ভট্টাচার্য আরও বলেন, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসায় তিনি ছিলেন অতুলনীয়।

প্রকাশনা সংস্থা পাঠক সমবেশের তথ্য অনুযায়ী, রিসার্চ ইনিশিয়েটিভস-বাংলাদেশের অনারারি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অধ্যাপক আনিসুর রহমান অংশগ্রহণমূলক কর্ম-গবেষণার প্রবর্তন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আত্ম-উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কর্ম-গবেষণার একজন জোরালো সমর্থক ছিলেন তিনি। সঙ্গীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও সাহিত্যে অবদানের জন্য ২০০৪ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

এম এম আকাশ জানান, অধ্যাপক আনিসুর রহমানের আত্মীয়স্বজন বিদেশে থাকেন এবং তাদের ঢাকায় আসার কথা রয়েছে। তার মরদেহ বর্তমানে বার্ডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ৭ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে, যাতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন। একই দিন জোহরের নামাজের পর সেগুনবাগিচা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। নেত্রকোনায় তাকে সমাহিত করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি