ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বিশেষ ব্যবস্থায় ৫০০ হিজড়াকে টিকা দেয়ার অনন্য উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:২২, ২১ নভেম্বর ২০২১

হিজড়া হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের ৫০০ সদস্যকে করোনার টিকার আওতায় আনা হচ্ছে। এ জনগোষ্ঠীর কারোরই এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেই। ফলে নিয়ম অনুযায়ী অনলাইনে নিবন্ধিত হয়ে টিকা নেয়ার সুযোগ তাদের নেই। তাই বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। 

সোমবার ২২ নভেম্বর দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কর্মসূচি চলবে।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান জানান, ‘মানবিক বিবেচনাবোধ থেকে তৃতীয় লিঙ্গের এ জনগোষ্ঠীকে করোনার টিকা কর্মসূচির আওতার আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে লাইন লিস্ট অনুসরণ করে তাদের টিকা দেয়া হবে।’

তিনি বলেন, ‘এ জনগোষ্ঠীর কারোরই এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেই। ফলে নিয়ম অনুযায়ী অনলাইনে নিবন্ধিত হয়ে টিকা নেয়ার সুযোগ তাদের নেই। কিন্তু একটি শ্রেণীকে টিকার বাইরে রেখে করোনা নিয়ন্ত্রণ দুরূহ। এছাড়া বিষয়টি মানবিকও। সবকিছু বিবেচনা করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের উদ্যোগে তাদেরকে ভিন্নভাবে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

ডেপুটি সিভিল সার্জন জানান, ‘গত ১৮ নভেম্বর বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন স্বাস্থ্য বিভাগের সাথে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের একটি মত বিনিময় সভার আয়োজন করে। সেখানে তাদের পক্ষে দলনেতা ফাল্গুনি হিজড়া তাদের শ্রেণীকে টিকার আওতায় আনার প্রস্তাব করেন। তাদের এ প্রস্তাবনাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে সভায় একটি পন্থা উত্থাপন করি। এর আলোকে এ জনগোষ্ঠীকে টিকা দেয়া সম্ভব বিবেচনায় এনে মানবিক এ সিদ্ধান্ত গ্রহণ করেন মহাপরিচালক।’

তৃতীয় লিঙ্গের এ টিকা কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্বে থাকবেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন অফিসের এমও ডা. কাজী ফাহিমা আফরীন ও ডা. মোছাম্মৎ ফয়জুন্নেছা এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি