ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে গোলের রেকর্ড ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ২ জুলাই ২০১৮

এবারের রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৫১ মিনিটে নেইমারের গোলে রেকর্ড গড়েছে ব্রাজিল। জার্মানিকে টপকে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক নেইমাররা।

মেক্সিকোর বিরুদ্ধে আজকের খেলায় উইলিয়ানের বাড়িয়ে দেওয়া বল ব্যাকপোস্ট থেকে জালে পাঠান নেইমার। এটি ছিল বিশ্বমঞ্চে ব্রাজিলের ২২৭তম গোল।

একই ম্যাচে আরও একটি গোল যোগ  হওয়ায় গোল সংখ্যা দাঁড়াল ২২৮টি। এ পর্যন্ত এবারের বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল সংখ্যা সাতটি।

উল্লেখ্য, আজকের খেলায় মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নেইমারের কাছে এ ম্যাচে অনেক আশা ছিল তার ভক্ত সমর্থকদের। সবার আলোচনার কেন্দ্রেও ছিলেন তিনি।

নেইমার হতাশ করেননি, ড্রিবলিং করেছেন, গোলের সুযোগ সৃষ্টি করেছেন, ফাউলের শিকার হয়েছেন। কিন্তু ব্রাজিলের জন্য সৌভাগ্য বয়ে আনার কাজটাও করেছেন তিনি। এনে দিয়েছেন মহামূল্যবান এক গোল, করিয়েছেন আরেকটি।

 

/এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি