ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের আগেই হানিমুন সারলেন তারকা ফুটবলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৬ জুন ২০১৮

চলতি বছরই হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী ভিক্টর লিনডেলফের। ম্যানইউ-এর ডিফেন্সের এই ফুটবলার এতদিন ব্যস্ত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে।

সম্প্রতি বিয়ে করেছেন সুইডিশ ডিফেন্ডার। বিয়ে করেছেন ছোটবেলার বান্ধবী মাজা নিলসনকে। আর তাই তো এই সুইডিশ তারকা ফুটবলার এখন ছুটির মুডে।

তবে এ তারকার হনিমুনের মজাই আলাদা। কারণ ইপিএল শেষ ও বিশ্বকাপের শুরু। আর এরমধ্যেই ইতি টানতে হবে মধুচন্দ্রিমার। বিশ্বকাপে একমাসের ব্যস্ততা। তাই এ সময়টা চুটিয়ে মজা করছেন স্ত্রী মাজাকে নিয়ে।

সূত্র্র: দ্য সান

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি