ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের আগে মেসির দু:সংবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৬ নভেম্বর ২০২২

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, বড় তারকাদের চোটের মিছিল ততই বড় হচ্ছে। এবার লিওনেল মেসির নামও যোগ হলো এই দলে। ‘অ্যাকিলিস টেন্ডনের’ সমস্যায় ফরাসি ক্লাব পিএসজির আসছে ম্যাচে খেলা হবে না তার। এই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জিন্টিনা অধিনায়ককে।

লিগ ওয়ানে রবিবার লরিয়ঁর মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে মেসির খেলতে না পারার বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পায়ের পেশির চোটে গত অক্টোবরে দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে আশার কথা এবারের চোট খুব বেশি গুরুতর নয়।

পিএসজি বিবৃতিতে লিখেছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিও মেসির অ্যাকিলিস টেন্ডনের চিকিৎসা চলবে। আগামী সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলন শুরু করবেন।’

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল ও ১৪ অ্যাসিস্ট তার।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। এর দুদিন পর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে আর্জেন্টিনা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি