ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের ‘জঘন্যতম’ একাদশে রোনালদো! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২১ ডিসেম্বর ২০২২

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। নিজের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে ঝামেলা- বারবার সমালোচনার মুখে পড়েছেন পর্তুগাল অধিনায়ক। এবার বিশ্বকাপের ‘জঘন্যতম’ একাদশে জায়গা পেলেন রোনালদো।

সোফাস্কোর নামের একটি খেলার অ্যাপে বিশ্বকাপের সেরা ও জঘন্যতম একাদশ বাছাই করা হয়েছে। সেখানে রোনালদো ১০-এ পেয়েছেন ৬.৪৬। কারণ, এবারের প্রতিযোগিতায় মাত্র একটি গোল করতে পেরেছেন রোনালদো। তা-ও পেনাল্টি থেকে। 

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে তো প্রথম একাদশেও তাকে রাখেননি দলের কোচ ফার্নান্দো স্যান্তোস। বদলি হিসেবে নেমেও বিশেষ কিছু করতে পারেননি রোনালদো। তাই তাকে রাখা হয়েছে এবারের বিশ্বকাপের জঘন্যতম একাদশে।

সেখানে রোনালদো ছাড়াও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। মেসির দলের এই ফুটবলারও এবারের বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। টাইব্রেকারে গোল করা ছাড়া আর্জেন্টিনার জয়ে বিশেষ ভূমিকা নিতে পারেননি লাউতারো।

সৌদি আরবের কাছে হারের পর থেকে তাকে প্রথম একাদশেও রাখেননি কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে খেলেছেন দুটি ম্যাচে। আর্জেন্টিনার স্ট্রাইকার পেয়েছেন ৬.৩৫ নম্বর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি