ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের পরেই রোনালদোর বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৮ জুন ২০১৮

পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মা মারিয়া দোলোরেস সান্তোষ এভেইরো রাশিয়া বিশ্বকাপের পরই রোনালদোর বিয়ের কথা ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।

তিনি জানান, রাশিয়া বিশ্বকাপের পরই দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো।

মারিয়া বলেন, “সে (জর্জিনা) আমার ভবিষ্যত বউমা। এখনো না হলেও, শিগগিরই আমার বউমা হবে। হয়তো এই বিশ্বকাপের পরই!”

রোনালদোর একাধিক বান্ধবী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের জীবনে অনেক পাগলামি করি। কিন্তু জীবনে স্থির হওয়া প্রয়োজন। এসব বন্ধ করে জীবনকে একটা আকার দিতে হয়। রোনালদো সেই অবস্থানে চলে এসেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর থেকে বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজের প্রেমে মজেছেন রোনালদো।রোনালদোর এক কন্যা সন্তানের মা জর্জিনা। গেলো বছরের নভেম্বরে জর্জিনার ঘরে রোনালদোর চতুর্থ সন্তান জন্ম গ্রহণ করেছে।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি