ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের পর রোনাল্ডোর বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ৩০ এপ্রিল ২০১৮

দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোকে গত বছর বিয়ে করেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি। এবার হয়তো বাজবে পর্তুগিজ ফুটবল ইশ্বর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিয়ের সানাই!

ছাদনাতলায় যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। তবে মডেল বান্ধাবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনাল্ডোর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র। গুঞ্জনের উৎস ইনস্টাগ্রামে পোস্ট করা জর্জিনার একটি ছবি। যেখানে দেখা গেছে, জর্জিনার অনামিকায় শোভা পাচ্ছে নতুন একটি ঝা চকচকে হিরার আংটি। ধারণা করা হচ্ছে বাগদান সেরে ফেলেছেন এই জুটি। এখন অপেক্ষা বিয়ের। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পরই বাজবে বিয়ের সানাই।
সূত্র : গোল ডটকম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি