ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের যন্ত্রণা ভুলতে নেইমারের সঙ্গী পোকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২৭ জুলাই ২০১৮

নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র) বিশ্বকাপে তার ব্যর্থতার গ্লানি ভুলে থাকতে নতুন নতুন উপায় বের করছেন। রাশিয়া থেকে দেশে ফিরে প্রথমে নিজের ফাইভ-আ-সাইড প্রতিযোগিতা নিয়ে কিছু দিন কাটিয়ে এখন তার নতুন বিনোদন সাও পাওলোর ‘পোকার সিরিজ’।

রাশিয়ায় এমনিতে ভালই খেলেছিলেন ব্রাজিলীয় মহাতারকা। কিন্তু খেলার চেয়ে বেশি আলোচনা হয়েছে তার ‘নাটকীয় ডাইভ’ নিয়ে। নেইমার অবশ্য এই ধরনের বিদ্রুপকে গুরুত্ব দেননি। তিনি পরিষ্কার বলে দেন, রাশিয়ায় ফুটবলটা খেলতে গিয়েছিলেন, বিপক্ষ ফুটবলারদের যথেচ্ছ মারা লাথি খেতে নয়। সঙ্গে এটাও জানিয়েছিলেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়ে এতটাই ভেঙে পড়েন যে ফুটবলের দিকে তাকাতেও তার ইচ্ছে করত না। এমনকি বিশ্বকাপের বাকি ম্যাচ দেখারও তার আর কোনও আগ্রহ ছিল না। হয়তো তাই ফাইভ-আ-সাইডের পরে এখন তার পোকার নিয়ে মেতে থাকা।

বিশ্বের সব চেয়ে মূল্যবান ফুটবলার এখন সাওপাওলোয় পোকার সিরিজ খেলতে নেমেছেন ২৮৮ জনের সঙ্গে। শুধু খেলছেন না, ন’জনকে নিয়ে এই সিরিজের যে ফাইনাল হবে, সেখানেও উঠেছেন ষষ্ঠ স্থান পেয়ে। এ দিকে, নেইমারের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এই সিরিজ খেলেই তিনি প্যারিসে চলে যাবেন। যোগ দেবেন প্যারিস সাঁ জারমাঁ-র অনুশীলনে। যে ক্লাবের হয়ে খেলতে গিয়েই গত মৌসুমে তার পায়ে মারাত্মক চোট লাগে। এবং অস্ত্রোপচার করতে হয়। সেখান থেকে নেইমার বিশ্ব ফুটবলের মূলস্রোতে ফেরেন রাশিয়া বিশ্বকাপে। গোল করেন দু’টি। যদিও রাশিয়ায় তার ফুটবল নিয়ে যত না কথা হয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফাউলের পর তার ডাইভ নিয়ে। যা নিয়ে নেইমার বলেছিলেন, ‘এই ধরনের সমালোচনায় আমি অভ্যস্ত। ভাল করেই জানি ওরা আমাকে নিয়ে কী কী বলছে। কিন্তু আমার কাছের লোকেরাই একমাত্র জানে, ঠিক কতটা যন্ত্রণা নিয়ে আমি নিজেকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’

এ দিকে, নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জল্পনা থামার নয়। এমনিতেই যে পদ্ধতিতে তিনি বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দেন, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। এখন শোনা যাচ্ছে, এবার তার রিয়ালে যোগ দেওয়াটা নিছক সময়ের অপেক্ষা। সেটা বেশি করে শোনা যাচ্ছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ায়। নিইইমার অবশ্য আবার বললেন, ‘এ সবই সংবাদ মাধ্যমের বানানো গল্প। আমার সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। তাকে অসম্মান করতে পারি না। তাছাড়া নতুন চ্যালেঞ্জ নেব বলেই প্যারিসে খেলব ঠিক করেছি। আমার লক্ষ্য আরও বড় কিছু করে দেখানো। আর সেটা পিএসজিতে খেলেই। রাতারাতি মত পাল্টে ফেলার মতো পাগল আমি নই। নতুন মৌসুমে আমাকে অনেক কিছু করে দেখাতে হবে।’

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি