বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
প্রকাশিত : ১৬:১৭, ১ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনার বাঁচা-মরা লড়াইয়ে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে দলটি। গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গেছে তারা।
অন্য দিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় উঠেছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবেন লিয়োনেল মেসিরা?
ফিফার সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চার দলের খেলা হবে নিজেদের মধ্যে। গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলতে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।
গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।
এই সূচি অনুযায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে সেই খেলা।
এসি