বিশ্বকাপে আনন্দ পাচ্ছেন না কুসুম শিকদার
প্রকাশিত : ১১:২৭, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৭, ৮ জুলাই ২০১৮
কুসুম শিকদার। এবারের বিশ্বকাপে তিনি সমর্থন করেছেন পর্তুগালকে। কিন্তু প্রিয় দল এখন আর নেই। আর প্রিয় দল হারাতে খেলায় আনন্দ পাচ্ছেন না তিনি। তবুও খেলা দেখছেন। ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচটিও দেখেছেন।
কুসুম শিকদার বলেন, ‘নেইমার তিনটি গোল মিস করেছে। এটি দেখে বেশ খারাপ লেগেছে। এদিকে বেলজিয়ামও দুটি গোল মিস করেছে। এবার ফাইনালে ফ্রান্স ও বেলজিয়াম এই দু’টির যেকোনো একটি থাকবে বলে আমি মনে করছি। বিশ্বকাপটাও হয়তো এই দুদলের কোনো একটির কাছেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আনন্দ কমে গেছে। আমাদের দেশে এই দুটি দলের সমর্থক অনেক বেশি। বিশ্বের আর কোথাও এমন নেই। বিশ্বকাপে যে দলগুলো খেলছে তার বেশির ভাগই বিভিন্ন সময়ে বিশ্বকাপ অর্জন করেছে।’
এক কথায় বলতে পারি, বিশ্বকাপে কোনো দলই খারাপ দল কিংবা ছোট দল নয়। সব দলই হাড্ডাহাডি লড়াই করে জিতে আসছে। হেরে যাওয়া দলগুলোও ভালোভাবে খেলেই হারছে।
কুসুম বলেন, ‘খেলাকে খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা প্রয়োজন। এটি বিনোদনের অন্যতম একটি দিক। কিন্তু হেরে যাওয়াতে যারা বিভিন্ন অঘটন ঘটায় তারা খেলার পরিবেশ নষ্ট করেন।’
তিনি বলেন, ‘যারা সত্যিকারের ফুটবল খেলাকে ভালোবাসেন তারা প্রিয় দলের বাইরে অন্য দলগুলোর মধ্যেও খেলার সৌন্দর্য উপভোগ করেন।’
এসএ/