বিশ্বকাপে রেফারির সহযোগিতায় ভিডিও রিভিউ থাকবে
প্রকাশিত : ১৮:৩৬, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৯, ২৭ জুন ২০১৭
আগামী বছর রাশিয়া বিশ্বকাপে রেফারির সহযোগিতায় ভিডিও রিভিউ থাকবে বলে আবারো নিশ্চিত করলো ফিফা।
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ফিফার হেড অব অপারেশন্স কলিন স্মিথ এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি কনফেডারেশন্স কাপে ভিডিও রিভিউর কিছু সিদ্ধান্তে সমালোচনা হয়। তবে ধীরে ধীরে সব সমস্যা কেটে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান স্মিথ। ভিডিও রিভিউর মাধ্যমে খেলা চলাকালীন সময়ে রেফারির ভুল সিদ্ধান্ত কমে যাবে বলে মত দেন এই ফুটবল সংগঠক। এদিকে একই সংবাদ সম্মেলনে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সিইও অ্যালেক্সিন সরোকিন রাশিয়ার ফুটবলাদের ডোপ টেস্ট গ্রহনের অভিযোগ প্রত্যাখান করেছেন। খেলোয়াড়দের ডোপ টেস্টের ফল নেগেটিভ বলে জানান তিনি।