ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ উদ্বোধনীতে চমক দেয়া নিন্মাঙ্গহীন যুবকটি কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২১ নভেম্বর ২০২২

হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে গনিম-আল-মুফতাহ্

হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে গনিম-আল-মুফতাহ্

কাতার বিশ্বকাপের উদ্বোধন হয়েছে বেশ চমক দিয়েই। উদ্বোধনী অনুষ্ঠানে মরুভূমির ছাপ, আরব সংস্কৃতি তো ছিলই। সঙ্গে ছিল হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যান ও শরীরের অর্ধেক অংশ তথা নিন্মাঙ্গ না থাকা এক যুবকের অসাধারণ পারফরম্যান্স। 

সেইসঙ্গে প্রশ্ন উঠেছে কে এই সাড়া ফেলে দেয়া যুবকটি?

জানা গেছে, যুবকটির নাম গনিম-আল-মুফতাহ্। কাতারেই জন্ম তার। মায়ের পেটে থাকতে কোডাল রিগ্রেশন সিনড্রোম নামে এক জটিল রোগ ধরা পড়ে তার। তাতে শরীরের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায় ধীরে ধীরে। জন্মের আগেই চিকিৎসক গর্ভপাতের মাধ্যমে তাকে অপসারণের পরামর্শ দিলেও তাতে রাজি হননি মুফতাহর বাবা-মা।  

পরে ডাক্তাররা বলেছিলেন, তার ১৫ বছরের বেশি বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু হাল ছাড়েননি মুফতাহ ও তার পরিবার। পেয়েছেন ফলও। গারসিয়া আইসক্রিম নামের একটি নিজস্ব কোম্পানি আছে মুফতাহর। কাতারে এটির আছে ছয়টি শাখা। স্বপ্ন দেখেন একদিন প্যারা অলিম্পিকে খেলার।  

২০১৮ সালে টেড এক্স কাতার বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনায় আসেন মুফতাহ। পরে তিনি ব্যাপক পরিচিতি পান সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুসারী আছে মুফতাহর।

অদম্য এই তরুণ থেমে থাকেননি এখানেই। আরবের সবচেয়ে বড় পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন। স্কুলে থাকতে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, খেলেছেন আরও অনেক খেলা-ই। ওই সময়েই স্বপ্ন দেখতেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নিজের পছন্দের বিষয়েই।  

এবারের বিশ্বকাপের অ্যাম্বাসেডরও তিনি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অ্যাম্বাসেডর হিসেবে আমি আমার সক্ষমতা দিয়ে আশা, সামগ্রীকতা, শান্তি ও মানবতার জন্য ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চাই।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি