ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ ক্রিকেটের শীর্ষ দশ ব্যাটার-বোলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২০ নভেম্বর ২০২৩

রোববার আহমেদাবাদের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপ আসরের ১৩তম আসরের। চলুণ জেনে নিই এই আসরের শীর্ষ দশ ব্যাটার ও বোলারের নাম। 

আসরের শীর্ষ দশ ব্যাটার :
বিরাট কোহলি (ভারত) ৭৬৫ রান, রোহিত শর্মা (ভারত) ৫৯৭, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯৪, রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) ৫৭৮, ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৫৫২, ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৫৩৫, শ্রেয়াশ আয়ার (ভারত) ৫৩০, কে এল রাহুল (ভারত) ৪৫২, রেসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা) ৪৪৮, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪৪১।

শীর্ষ দশ বোলার : 
মোহাম্মদ সামি (ভারত) ২৪ উইকেট, এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২৩, দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১, জেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা) ২০, জসপ্রিত বুমরাহ (ভারত) ২০, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮, মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬, হারিস রউফ (পাকিস্তান) ১৬, বাস ডি লিড (নেদারল্যান্ডস) ১৬, রবিন্দ্র জাদেজা (ভারত) ১৬, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬, জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১৬।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি