ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ জিতে ইউরোপীয় কাপের প্রতিশোধ নেবে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১২ জুলাই ২০১৮

এবারের বিশ্বকাপ জিতে দুই বছর আগের ইউরোপিয়ান কাপের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চায় ফ্রান্স। ২০১৬ সালের ইউরোপীয়ান কাপের ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল জিনেদিন জিদানের উত্তরসূরিদের।

সেমিফাইনালে বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচ পরবর্তী এক সাংবাদিক গোলদাতা উমতিতিকে জিজ্ঞেস করেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তার ভাবনা কি? উমতিতির জবাব একটাই, ‘উরোপিয়ান কাপের ফাইনালে হারের দুঃখটা এখনও মনের ভিতর জ্বালা ধরায়। সেই শোধটা নিতে হবে এ বার।’

মাঠে রোমেলু লুকাকুর মতো শক্তিধর স্ট্রাইকারকে নড়তে দেননি উমতিতি। নানা কৌশলে থামিয়ে দিয়েছেন বেলজিয়ামের ‘লাল দৈত্যদের’। বার্সেলোনার রক্ষণে তাঁর থাকা মানে পাহাড় দাঁড়িয়ে থাকা। মাঠের মধ্যে তাঁকে দেখে মনে হয় রাগী একজন আগুনে মনোভাবের ফুটবলার। কিন্তু ভুল ভেঙে যায় যখন মিডিয়ার সামনে এসে কথা বলেন।

অবিশ্বাস্য একটা হেডে দেশকে আপনি ফ্রান্সকে নিয়ে গিয়েছেন বিশ্বকাপ ফাইনালে। আপনি নিজের চেয়েও লম্বা মারুয়ান ফেলাইনির মাথার উপর দিয়ে কীভাবে হেডটা করলেন? এক ব্রাজিলিয়ান সাংবাদিক প্রশ্নটা করতেই হেসে ফেলেন উমতিতি। বলেন, ‘‘ওটা আমার অভ্যাস। কতটা লাফিয়েছিলাম জানি না। তবে হেড করে গোল করা আমার কাজ। ক্লাবেও ওটা করি।’’

জিনেদিন জিদানদের ২০০৬-এর পর ফ্রান্স আবার ফাইনালে। দেশঁ ঘোষণা করে দিয়েছেন, ‘‘ফুটবলারদের পরিবার এখানে আছে। এটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন। আট চল্লিশ ঘন্টা সবাই আনন্দ করুক। তার পরে ফাইনাল নিয়ে ভাবতে শুরু করব।’

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি