ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি-ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৪৯, ৬ অক্টোবর ২০১৭

 

 

রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাঠে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর নর্দান আয়ারল্যান্ডের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়েম্বলিতে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি উপহার দেন এই ম্যাচেই প্রথম অধিনায়কের দায়িত্ব পাওয়া টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেন।

এদিকে নর্দান আয়ারল্যান্ডের মাঠে সেবাস্তিয়ান রুডির গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্যান্ড্রো ওয়াগনার। ৮৬ মিনিটে জশুয়া কিমিচ গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন। চার মিনিট পর জর্জ সেভিলের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল যাবে রাশিয়া বিশ্বকাপে।

 

এমআর/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি