ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ নিয়ে ঘুমাতে চাই: এমবাপ্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফরাসি গতিদানব এমবাপ্পে। ইতোমধ্যে ক্রীড়ামোদিদের সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন। এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচে খেলেছেন অসাধারণ। তার বল নিয়ে টেনে নিয়ে যাওয়া সবাইকে মোহিত করেছে।

গতরাতে বেলজিয়ামকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। আর বিশ্বকাপের শেষ সিঁড়িতে ফরাসিদের উঠে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ফরোয়ার্ড এমবাপ্পের। বেলজিয়ামের বিপক্ষেও এদিন খেলেছেন অসাধারণ। তাই তো তাকে এবারের ব্যালন ডি`অরের সম্ভাব্য জয়ী হিসেবে ধরা হচ্ছে। তার চেয়ে নৈপূণ্য আর কেউ দেখাতে পেরেছেন কিনা সেটি প্রশ্নসাপেক্ষ।

মঙ্গলবার দিবাগত রাতে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সকে ফাইনালে তোলার পর সেই বিষয়টা এমবাপ্পেকে মনে করিয়ে দেওয়া হয়। এ সময় তার জবাব, আমি ব্যালন ডি`অর নিয়ে ভাবছি না। আমি বিশ্বকাপ জিততে চাই। এবং এটি নিয়ে আামি ঘুমাতে চাই।

দুর্দান্ত খেলতে থাকা বেলজিয়ামকে হারানোর পর ফ্রান্সের হাতে বিশ্বকাপ উঠা এখন সময়ের ব্যাপার মনে হচ্ছে। আর তাই ফরাসি তারকা এমবাপ্পের মুখেই এমন কথা মানায়।

সূত্র: টেলিগ্রাফ

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি