ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ১০ জুন ২০২৩ | আপডেট: ০৯:০৫, ১০ জুন ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও প্রশ্নকারী শিক্ষক দাবি করেছেন, প্রসঙ্গ না বুঝে অনেকেই যার যার অবস্থান থেকে সমালোচনা করছেন। তিনি প্রশ্নের বিষয়ভিত্তিক আলোকপাত করার কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মিডটার্ম প্রশ্নকে ঘিরে এই সমালোচনার উঠেছে।

ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ কোর্সে প্রথম বর্ষের দ্বিতীয় মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’ এবং ‘শয়তান দেহ পাবি, চিন্তা পাবি না’ ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ হেজিমনি’র বিস্তারিত আলোচনা করতে বলা হয়।

শিক্ষার্থীরা বলছেন, হেজিমনি বুঝানোর জন্য সিনেমার এই ডায়ালগ বেছে নেওয়াটা সঙ্গত নয়। এই শব্দগুলো সাধারণত মানুষ নেতিবাচক হিসেবে নিয়ে থাকে। অন্য অনেক উদাহরণ ছিল, যা দিয়ে বিষয়টি স্পষ্ট করা যেতো। তাছাড়া প্রশ্নপত্রে বাংলাভাষা ইংরেজী শব্দে উল্লেখ করা কতটা যৌক্তিক সেটিও বিবেচনার বিষয়। 

প্রশ্নকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, এই প্রশ্নে আমি কোন সমস্যা দেখছি না। এখানে নেগেটিভ কিছু নেই। এটি কোড আনকোড। যাদেরকে পড়িয়েছি আমি সেখানে টেক্সট ডকুমেন্ট দেওয়া আছে। যারা হেজিমনি পড়েছে তারা কোন সমালোচনা করবে না। হয়তোবা যারা জানে না তারা সমালোচনা করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি