ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ হয়নি, ক্ষতিপূরণ চেয়ে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

এক বুক আশা নিয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন হংকংয়ের এক শিক্ষার্থী। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েও কোনো লাভ হয়নি! এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নামে মামলা ঠুকে দিয়েছেন শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম পক ওয়াং। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে কেমব্রিজে লর্ড অ্যাশক্রফট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল দুই বছর পড়ালেখা করেন তিনি। এজন্য বছরে নয় হাজার পাউন্ড ফি দিতে হয় তাকে।
ওয়াংয়ের অভিযোগ, তার সেই পড়াশোনায় ‘মিকি মাউস ডিগ্রি’অর্জন ছাড়া আর কিছুই হয়নি। এমনকি তিনি পড়াশোনার পর ক্যারিয়ারে কোনো উন্নতি ঘটাতে পারেননি। শুধু অভিযোগই নয়, তিনি এজন্য রীতিমতো মামলাও করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি ৬০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
তবে এখানেই ওয়াংয়ের অভিযোগের শেষ নয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে এ বিষয়টি নিয়ে বক্তব্যও দিতে চেয়েছিলেন। সে সময় তাকে জোর করে একটি কক্ষে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ তার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছে।
সূত্র : ইনডিপেনডেন্ট
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি