ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিশ্ববিদ্যালয় কমিশন’ হবে ইউজিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে “মঞ্জুরি” শব্দটি বাদ দিয়ে শুধু “বিশ্ববিদ্যালয় কমিশন” হতে পারে পরিবর্তিত নাম।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাম থেকে ‘মঞ্জুরি’ শব্দটি বাদ দিয়ে এটিকে বিশ্ববিদ্যালয় কমিশনে পরিণত করা হবে। এটি নিয়ে একটি বড় কাজ করা হবে।’

দেশে সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে আলম বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কমিশন তৃতীয় পর্যায়ের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গবেষণা কাজ সম্প্রসারণে কাজ করবে। স্কুল পাঠ্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রেস সচিব বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক যৌক্তিক করা হবে।

তিনি বলেন, সরকারি স্কুলের শিক্ষকদের মতো পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না পাওয়া বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও বদলি নিয়ে শিক্ষা খাতে ‘বাণিজ্য’ চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেজন্য আমরা এ বিষয়ে কাজ করব।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি