ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলন প্রত্যাহারের ঘোষনা

প্রকাশিত : ১৮:৫০, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫০, ২৯ মার্চ ২০১৬

Teachersশিক্ষকদের বেতন বৈষম্য দুরীকরনে অষ্টম গ্রেডের বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সিদ্ধান্তে, চলমান শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষক সমিতির সভা শেষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন কমিটির মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ সময় তিনি বলেন, মন্ত্রী সভায় গ্রেড নির্ধারণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে স্ব স্ব বিদ্যালয় তাদের নীতি মালার আলোকে তা বাস্তবায়ন করবে। শিক্ষকরা জাতি গঠনে বড় ভুমিকা রাখে, তাই আগামীতে যদি শিক্ষদের প্রতি আঘাত আসে, তাহলে আবার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি