ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্তর ঘাতক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:১২, ১৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

গ্রেপ্তার অনিক (২৮)র কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচগিয়ার ও সীমান্তর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, যে ছিনতাইকারী সীমান্তকে ছুরিকাঘাত করে তাকে সেই সুইচগিয়ারসহ গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করেছি। 

এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ছিনতাই রোধে আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে মোবাইল টিমগুলো ঠিকমত কাজ করছে কীনা তা তদারকি হচ্ছে। এটা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। ছিনতাই হয়ত এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি