ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ তম

প্রকাশিত : ০৯:২৪, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৪, ৭ জুন ২০১৬

মার্কিন সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর মধ্যে ৩৬ তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলবার তার অবস্থান ছিল ৫৯তম। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বসের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশ্বের অষ্টম জনবহুল দেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি বাংলাদেশে মুক্তমনা এবং ভিন্নধর্মাবলম্বীদের উপর যে নির্যাতন হচ্ছে তা মোকাবেলা করার ক্ষমতা তার রয়েছে। টানা ষষ্টবারের মত তালিকার এক নম্বরে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন। মূলত বৈশ্বিক রাজনীতি, ব্যবসা এবং সেবা খাতে প্রতিনিধিত্বকারী নারীদের নিয়েই এই তালিকা করে থাকে ফোর্বস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি