ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ৩ নভেম্বর ২০১৭

বলিউড ও হলিউড মাতানো জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২০১৭ সালের ক্ষমতাধর নারীদের এ তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ভারতের এই অভিনেত্রী।

মোট ১০০ নারী তালিকার মধ্যে প্রিয়াঙ্কার অবস্থান ৯৭। তাছাড়া টিভি অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকায় শীর্ষ দশে রয়েছেন তিনি।

এছাড়া বিনোদন জগতে সবচেয়ে ক্ষমতাধরদের তালিকায় প্রিয়াঙ্কা রয়েছেন ১৫ নম্বরে। এ তালিকায় চতুর্থস্থানে রয়েছেন পপ সম্রাজ্ঞী বেয়ন্স। টেইলর সুইফটের অবস্থান ১২ নম্বরে, জেকে রাউলিং ১৩ নম্বরে রয়েছেন।

আর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে বেয়ন্স রয়েছেন ৫০ নম্বরে। যেখানে টেইলর সুইফটের অবস্থান ৮৫।

উল্লেখ্য, আমেরিকার টিভি সিরিজ `কোয়ান্টিকা`-তে অভিনয় করে বিশ্বে জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা। পিপলস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এছাড়া হলিউডের সিনেমা ‘বেওয়াচ’-এ অভিনয় করেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন।

সূত্র : এনডিটিভি

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি