ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় বাহুবলী টু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৪ ডিসেম্বর ২০১৭

বলিউডের সব সিনেমাকে পেছনে ফেলে প্রথম সারিতে উঠে এসেছে বাহুবলী টু। বিশ্বের অন্যতম জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এসেছে দক্ষিণী নায়কের বাহুবলী টু।

২০১৭ সালে গুগলের টপ ট্রেন্ডস-এ উঠে এসেছে পরিচালক রাজামৌলির এই সিনেমার নাম। জানা যাচ্ছে, ২০১৭ সালে গুগল সার্চ ইঞ্জিনে যে সিনেমাগুলি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকায় ৭ নম্বরে রয়েছে বাহুবলী টু। গুগলের ওই তালিকায় বাকি ৯টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে একমাত্র ভারতীয় সিনেমা বাহুবলী। আর ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই প্রভাস ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সীমাহীন।

ওই তালিকা অনুযায়ী :

এক নম্বরে আছে ‘আইটি, দ্বিতীয় নম্বররে আছে ‘ওয়ান্ডার ওম্যা ‘, তৃতীয় নম্বরে আছে ‘বিউটি এন্ড দ্য বিস্ট’, চতুর্থ নম্বরে ‘লোগান’, পঞ্চম তালিকায় রয়েছে, ‘জাস্টিস লিগ’, এরপর ‘দ্য ফেট অফ দ্য ফিউরিয়স’, সপ্তমে রয়েছে ‘বাহুবলী টু’, অষ্টমে রয়েছে, ‘ডানক্রিক’, নবমে রয়েছে, ‘লা লা ল্যান্ড’, দশম অবস্থানে রয়েছে ‘থর : রাগনরক’।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় এস এস রাজামৌলির বাহুবলী। দক্ষিণী নায়কের এই সিনেমার রেশ কাটতে না কাটতেই সবকিছুকে ছাপিয়ে প্রথম সারিতে উঠে আসে বাহুবলী টু।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি