ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিশ্বের দামি ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২ জুন ২০২৩

এক বছরে বাজারমূল্য ১৯ শতাংশ বেড়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয় দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী এ মুহূর্তে রিয়ালের বাজার মূল্য ৬ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকারও বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর বর্তমান বাজারমূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর ইউনাইটেডের অবস্থান ছিল তিন নম্বরে।

ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিপ ও কাতারের ব্যবসায়ী শেখ জসিম ক্লাবটি কিনতে চাওয়াতেই এবার বাজারমূল্য বেড়েছে ৩০ শতাংশ। 

ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্লাব এ দুটিই। তালিকার তিনে বার্সেলোনা, চারে আছে লিভারপুল। তারা ৫.২৯ বিলিয়ন ডলার ভ্যালু নিয়ে ছাড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। পাঁচে আছে সিটিজেনরা, ৪.৯৯ বিলিয়ন ডলার মূল্য দাঁড়িয়েছে ক্লাবটির।

এই তালিকার ছয় ও সাতে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। মেসিদের ক্লাবের ভ্যালু ৪.২১ বিলিয়ন ডলার। আট, নয় ও দশে চেলসি, টটেনহ্যাম ও আর্সেনাল।

তালিকায় চমক হয়ে এসেছে মেজর লিগ সকারের ক্লাবগুলোর উত্থান। এবারের তালিকার সেরা ৩০-এ যুক্তরাষ্ট্রের সাতটি ক্লাব জায়গা পেয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি