ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হচ্ছে আফ্রিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৫ জুলাই ২০১৭

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেডিও টেলিস্কোপ বসানোর কাজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এটি এতটাই শক্তিশালী হবে যে বৃহস্পতির বুকের সবকিছু শনাক্ত করবে সহজেই।

মহাজাগতিক কর্মকান্ডের খবর দেবে এই টেলিস্কোপ, যার অনুসন্ধানের পরিধি বিস্তৃত হবে নয়শ’ কোটি আলোকবর্ষ দূরেও। এই টেলিস্কোপের সাফল্য নিয়ে খুবই আশাবাদী দেশটি।

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নালেদি প্যানেডোর বলেন, আমাদের বিশ্বাস এর মাধ্যমে আমরা মহাকাশের গভীরতম প্রান্তেও অনুসন্ধান চালাতে পারব। আমরা হয়তো এমন গ্রহ পেয়ে যাব যেখানে জীবনের অস্তিত্ত্ব আছে। হয়তো এই টেলিস্কোপটাই হবে সেই উপকরণ, যা আমাদের এনে দেবে বহুদিন ধরে আমরা বিশ্বব্রহ্মান্ড নিয়ে যে গভীর, অন্ধকার প্রশ্নগুলো গবেষণা করছি তার উত্তর।

আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এই টেলিস্কোপের প্রথম পর্যায়ের কাজ। প্রকল্প যখন শেষ হবে, তখন মোট ৩০০০ ডিশ বসানোর পরিকল্পনা আছে। এগুলো এতটাই শক্তিশালী হবে যে, বৃহস্পতির বুকে একটা মোবাইল ফোন সিগনালও তা শনাক্ত করতে পারবে খুব সহজেই। পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে এত ক্ষমতাশালী টেলিস্কোপ আগে কখনোই তৈরি হয়নি। সূত্র: বিবিসি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি