ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে ছোট হোটেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

৬৪ বছর বয়স্ক বেদুঈন মোহাম্মদ আল মালহিম তার এলাকার পাশে একটি হোটেল গড়ে তোলেছেন। হোটেল বানাতে নিজের গাড়িকেই ব্যবহার করেছেন তিনি। মালহিমের দাবী এ হোটেলটি বিশ্বের সবচেয়ে ছোট হোটেল।

জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে একটি গ্রামে রয়েছে। ওই গ্রামে ১২ শতকের এক প্রাচীন দুর্গ আছে। এই দুর্গকে কেন্দ্র করে পর্যটকরা এখানে ভিড় করে। তাই মালহিম তার গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার পর তিনি এ গাড়িটিকে হোটেল বানিয়ে ব্যবসা শুরু করেছেন।তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।

গাড়িটিকে সাজানো হয়েছে বাহারি কারুকাজ এবং স্থানীয় ঐতিহ্যের বিভিন্ন নকশা দিয়ে । হোটেলে পাতানো হয়েছে রঙিন বিছানার চাদর । যা খদ্দেরেকে সহজেই আকর্ষণ করে। তার মেয়ের হাতে তৈরি আসবাবও রয়েছে হোটেলটিতে। পর্যটকরা কৌতুহলি হয়েই আসেন তার গাড়ি হোটেলে। তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।

হোটেলের সুবিধা আরোও বাড়ানোর জন্য হোটেলের পাশেই চা-কফি এবং জর্দানের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা করছেন তিনি।

সূত্র: সিএনএন

/ এম / এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি