ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে দামী ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে দামী ফটোগ্রাফার অ্যান্ড্রিস গারস্কি। তিনি দীর্ঘ চার দশক ধরে তুলছেন অসাধারণ অনন্য সব ছবি। তার ইউলো থেকে এসেছে বিশ্বখ্যাত সব ছবি।

সম্প্রতি লন্ডনের হ্যায়ওয়ার্ড গ্যালারিতে তার বেশ কিছু বিখ্যাত ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। এতে স্থান পেয়েছে গারস্কির চার দশকের ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ ছবি।

ছবিগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান বলা যায় ইউরোপের রাইন নদীর ছবি, যার শিরোনাম দেওয়া হয়েছে- ‘রাইন টু’ (২০১১)। ছবিটি ৪.৩ মিলিয়ন ডলার দামে বিক্রি হয়েছে।

মিউজিয়ামে সেই প্রদর্শনীতে স্থান পেয়েছে তার ৬৮টি ছবি। এর মধ্যে রয়েছে ১৯৮৪ সালের ছবিসহ বর্তমান সময়ের বেশ কিছু ছবি।
 
লেস মিস নামে একটি ছবি এতে স্থান পেয়েছে। ছবিটিতে উঠে এসেছে দিগন্ত বিস্তৃত সোলার প্যানেলের চিত্র। পাহাড়-পর্বতের প্রাকৃতিক দৃশ্যকে যেন ঢেকে ফেলেছে সোলার প্যানেলগুলো।

সূত্র : সিএনএন।

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি