ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে বড় ছাতা মসজিদুল হারামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মক্কায় মসজিদুল হারামে প্রচন্ড রোদ থেকে মুসল্লিদের রক্ষায় বড় বড় ছাতা লাগানো হয়েছে। প্রতিটি ছাতার উচ্চতা ৩০ মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থ সমানভাবে ৫৩ মিটার। প্রতিটি ছাতার নিচে আড়াই হাজার মানুষ ঠাঁই নিতে পারবে। এগুলো বিশ্বের সবচেয়ে বড় ছাতা।

জানা গেছে, ছাতাগুলো শুধু ছায়াই দেবে না, আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে এতে। এর মধ্যে পানীয় ও ওজুর ব্যবস্থা, শীতাতপ ব্যবস্থা, বায়ু চলাচল যন্ত্র, দিক-নির্দেশিকা ও পরামর্শমূলক বোর্ড-লিফলেট, অডিও সিস্টেম, সিসি ক্যামেরার নজরদারিও থাকছে।

এর আগে পূর্ব চীনের জিইয়াংঝি প্রদেশের ২৩ মিটার বিস্তৃত একটি ছাতা বিশ্বের সবচেয়ে বড় ছাতা হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছিল। এবার সে রেকর্ড ভাঙতে চলেছে সৌদি আরব।

সৌদি আরবের নতুন স্থাপিত ছাতাগুলো স্থাপন করা হয়েছে মসজিদুল হারামের সম্প্রসারিত ও বর্ধিত উত্তর-পশ্চিম আঙ্গিনায়।

বাদশাহ আবদুল্লাহর ব্যক্তিগত খরচে সম্প্রসারিত মসজিদুল হারামের দক্ষিণ পাশের সুবিশাল অংশের বহিরাঙ্গিনায় মোট সাতটি ছাতা বসানো হয়েছে। সে হিসেবে মসজিদের দক্ষিণ পাশের অংশের প্রতিটি দরজার সামনে একটি করে এ বিশালাকার ছাতা থাকছে।

বৃহদাকার ছাতাগুলোর প্রতিটির ছায়াতলে কমপক্ষে আড়াই হাজার মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারবেন।

সূত্র : আরব নিউজ

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি