ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৯ মে ২০২০

Ekushey Television Ltd.

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ব্রিটেনের বব ওয়েইটন (১১২ বছর ৫৯ দিন) আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার (২৮ মে) ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। ববের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। 

পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের চিতেসু ওয়াতানাবে (১১২ বছর ২৬৬ দিন) মারা যাওয়ার পর ফেব্রুয়ারিতে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হয়ে যান ১১২ বছর বয়সী বব। যদিও দক্ষিণ আফ্রিকার ফ্রেদি ব্লোম দাবি করেছিলেন যে তিনি ১১৬তম জন্মদিন পালন করেছেন। কিন্তু তার বয়সের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এখনো ভেরিফাই করতে পারেনি।

বব নর্দার্ন আয়ারল্যান্ডের ইয়র্কশায়ারে ১৯০৮ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী ছিলেন। তাইওয়ান, জাপান ও কানাডায়ও কাজ করেছেন। 

তিনি ৩ ছেলে, ১০ নাতি-নাতনী ও ২৫ পুতি-পুতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সূত্র : বিবিসি ও এএফপি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি