ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘বিশ্বের সেরা স্পিনার হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৯ আগস্ট ২০১৮

বিশ্বের সেরা স্পিনার হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার গ্রায়েম সোয়ান। তার দৃষ্টিতে অশ্বিনই সেরা।   

বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হতে যাচ্ছে চতুর্থ টেস্ট। এর আগে অশ্বিনকে এই বিশেষ `সার্টিফিকেট` দিলেন সোয়ান।

সিরিজের তৃতীয় টেস্টে জয়ী ম্যাচে ভারতের হয়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেননি অশ্বিন। তবে বার্মিংহামে সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ৭ উইকেট শিকার করেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৬১ টেস্টে ২৫ দশমিক ৪৫ গড়ে মোট ৩২৪ উইকেট শিকার করা ৩১ বছর বয়সী অশ্বিন রোজ বোলে শুরু হওয়া চতুর্থ ম্যাচেও ভারতের সেরা একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়াকে সোয়ান বলেন, `উপমহাদেশে তার রেকর্ড অসাধারণ এবং এজবাস্টনে তার বোলিং আমার খুব ভালো লেগেছে।`

তিনি বলেন, `অস্ট্রেলিয়ার নাথান লিঁও এ পর্যন্ত খুবই ভালো করে আসছেন এবং নিজ মাঠে তার সাফল্য দেখে সত্যিই আমি দারুণ অনুপ্রাণীত। তবে ইংল্যান্ডের মাটিতে তিনি ততটা কার্যকর নন এবং ভিন্নতা ও ধারাবাহিকতার দিক থেকে আমি অশ্বিনকেই এগিয়ে রাখব।`

সম্প্রতি কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের সুবাদে অলরাউন্ডার মঈন আলী পুনরায় ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি ফিরলে ইংল্যান্ডের সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন আদিল রশিদ

সোয়ান আরো বলেন, `হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে। তবে মঈন একজন ভালো স্পিনার। তবে আমার মনে হয় সে একজন ভালো স্পিনার সেটা সে নিজেই বিশ্বাস করে না। লাল বলে নিজের আত্মবিশ্বাস ফিরে না পাওয়া পর্যন্ত টেস্টে সে কখনোই ভালো করতে পারবে না। ব্যাটসম্যানদের আউট করতে তাকে আরো বেশি রিভার্স সুয়িং পেতে হবে।`

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি