ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্বের ২৫ দেশে তীব্র পানি সংকট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৭ আগস্ট ২০২৩

বিশ্বের ২৫টি দেশের ২শ’ কোটিরও বেশি মানুষ বর্তমানে তীব্র পানি সংকটের মুখে রয়েছে।  

ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের গবেষণা বলছে, প্রতি বছর ওই ২৫ দেশ তাদের মোট পানি সরবরাহের ৮০ শতাংশ ব্যবহার করছে। এরফলে বাড়ছে সংকট। 

বিশ্বের ২শ’ কোটির বেশি মানুষের বসবাস ওইসব দেশে। এরমধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছে- সৌদি আরব, চিলি,  বেলজিয়াম, গ্রিস, বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন এবং ওমান। 

গবেষণায় আরও বলা হয়, বর্তমানে বিশ্বের ৪শ’ কোটি মানুষ বছরে অন্তত এক মাস পানি সংকটে থাকে। এর প্রভাব পড়ছে কৃষিখাতেও। এরইমধ্যে বিশ্বের ৬০ শতাংশের বেশি কৃষি ভূমি উচ্চ পানি সংকটের মুখে রয়েছে। 

গবেষকরা জানান, এ অবস্থা চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৬০ শতাংশের বেশি মানুষ তীব্র পানি সংকটের মুখোমুখি হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি