বিশ্বে পর্যটন শিল্পের বিকাশে ৫টি প্রস্তাবনা গ্রহণ
প্রকাশিত : ১৭:৩২, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৯, ১৮ মে ২০১৭
বিশ্বে পর্যটন শিল্পের বিকাশে ৫টি প্রস্তাবনা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনের ইউএনডব্লিউটিও’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমিশনগুলোর যৌথ ক্যাপ-সিএসএ সম্মেলন।
সমাপনী দিনে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত হয় যৌথ সাংবাদিক সম্মেলন। ইউএনডব্লিওটিও’র মহাসচিব ডক্টর তালেব রিফাই বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা তুলে ধরে বলেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক সমস্যা। যৌথভাবে কাজ করলে সমস্যাগুলো কমিয়ে আনা সম্ভব। তিনি পর্যটন শিল্পের উন্নয়নে নিরাপত্তা, প্রযুক্তিগত দিক ও টেকসই পর্যটনের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন