ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্ব চ্যাম্পিয়নশিপেও দৌড়ে সেরা বোল্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ৫ আগস্ট ২০১৭

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড়ের শুরুতে দেরি হলেও সবাইকে টপকে প্রথম হয়েছেন উসাইন বোল্ট। তবে নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট বিশ্বরেকর্ডধারী আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তারকা অপরদিকে ১০ হাজার মিটারে আবারো সেরা হয়েছেন ব্রিটেনের মো. ফারাহ

শুক্রবার রাতে লন্ডন স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০ দশমিক শূন্য ৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জ্যামাইকান কিংবদন্তি বোল্ট। আর ব্রিটেনের জেমস দাসাওলু ১০ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন।

দৌড়ের শুরুতে দেরি করায় কিছু সময় পিছিয়েই ছিলেন বোল্ট। পরে মুহূর্তের মধ্যে সবাইকে টপকে গেছেন বোল্ট। সেজন্য শুরুটা নিয়ে অসন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে। চ্যাম্পিয়নশিপ শেষেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

একই রাতে ১০ হাজার মিটারে সেরা হয়েছেন মো. ফারাহ। ব্রিটেনের মহাতারকা দূরপাল্লার এই দৌড়বিদের চ্যাম্পিয়নশিপে এটি টানা তৃতীয় সোনা।

লন্ডন স্টেডিয়ামে ২৬ মিনিট ৪৯ দশমিক ৫১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা গলায় ঝোলান ফারাহ। উগান্ডার জশুয়া চেপ্তেগি ২৬ মিনিট ৪৯ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। কেনিয়ার পল তানুই জিতেছেন ব্রোঞ্জ।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি