বিশ্ব বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করা উচিৎ মনে করছেন জ্বালানী বিশেষঞ্জ ও ব্যবসায়ী নেতারা
প্রকাশিত : ১০:০৬, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:২২, ৩০ মার্চ ২০১৬
দেশের শিল্প কারখানা উন্নয়নের স্বার্থে বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে তেলের দাম সমন্বয় করা উচিৎ বলে মনে করছেন জ্বালানী বিশেষঞ্জ ও ব্যবসায়ী নেতারা। অন্যদিকে তেলের পাশাপাশি বিদ্যুতের দাম কমালে জীবনযাত্রায় স্বস্থি আসবে বলে মনে করেন সাধারন মানুষ।
বাংলাদেশে সর্বশেষ জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে ২০১৩ সালের ৪ ঠা জানুয়ারী। এরপর কয়েক দফা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমালেও, কমেনি বাংলাদেশে। তবে সম্প্রতি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
কিন্তু এর সঙ্গে বিদ্যুত কিংবা অন্যান্য জ্বালানী তেলের দাম না কমালে শিল্প কারখানা কিংবা জনগন তেমন কোন সুবিধা পাবে না বলে দাবী জ্বালানী বিশেষঞ্জ ও ব্যবসায়ী নেতাদের।
তারা মনে করেন, বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই তেলের দাম সমন্বয় করা খুবই জরুরী। এদিকে জ্বালানী তেল ও বিদ্যুতের দামের কারণে চরম ভোগান্তিতে সাধারন মানুষ।
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে, সরকার দ্রুত জ্বালানী তেলের দাম কমিয়ে শিল্প সহায়ক পরিবেশ নিশ্চিত করবে, এমনটিই প্রত্যাশা সংশ্লিস্টদের।
আরও পড়ুন