ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ৪ মার্চ ২০২৩ | আপডেট: ১৮:৩৪, ৪ মার্চ ২০২৩

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। গেলো সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণে দাম বেড়েছে প্রায় ৫০ ডলার। এর প্রভাবে দেশের স্বর্ণের বাজারেও বড় ধরনের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাজুস। 

বাজুস সূত্রে জানা গেছে, এই সপ্তাহেই বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি  বৈঠক করবে এবং স্বর্ণের দাম পুন:নির্ধারণ করবে। 

গত সপ্তাহের শুরুতে এক আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮১০ ডলার। সপ্তাহ শেষে সেটি দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৫ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ এক সপ্তাহে দাম বেড়েছে আউন্স প্রতি ৪৫ দশমিক ২৫ ডলার।

এর আগে বিশ্ববাজারে এক মাস ধরে টানা দরপতন হয়েছে স্বর্ণের। এতে গেলো মাসে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে গিয়েছিল। 

তবে তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বেড়েছিল।

চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ানোর পর এক ভরি সোনা কিনতে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকায়। এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি