ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্ব মানবাধিকার দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১০ ডিসেম্বর ২০২১

‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর (শুক্রবার) পালিত হচ্ছে ‘বিশ্ব মানবাধিকার দিবস’।

১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথক বাণী দিয়েছেন।

দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন শুক্রবার মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এ উপলক্ষে সকালে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের সামনে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক র‌্যালির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এতে আরও বক্তব্য রাখবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি