বিশ্ব মেধাসম্পদ দিবস আজ
প্রকাশিত : ১২:০৬, ২৬ এপ্রিল ২০১৯
আজ বিশ্ব মেধাসম্পদ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘রিচ ফর গোল্ড : আইপি এন্ড স্পোর্টস’।
বিশ্বের আন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হবে।
এ উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরসহ (ডিপিডিটি) বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে মেধাসম্পদ সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহারে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
পৃথক এক বাণীতে শেখ হাসিনা বলেছেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) মেধাসম্পদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে।
এসএ/