ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বিশ্ব শান্তি কামনায় বরগুনায় গুরুনাম সংকীর্তন শুরু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ১০ মে ২০২৪

বিশ্ব শান্তি কামনায় এবং অবধূত সংঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের স্মরণে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টায় বরগুনা সার্বজনীন অখড়াবাড়ী থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। 

মঙ্গল শোভাযাত্রায় বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই গুরুনাম সংকীর্তন করতে থাকেন। 

অবধূত সংঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের স্মরণে এবং বিশ্ব শান্তি কামনায় শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সার্বজনীন আখড়াবাড়ীতে শুক্রবার ভোরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন শুরু হয়। 

কীর্তন উপলক্ষে শতশত সনাতন ধর্মপ্রান মানুষ গুরুনাম সংকীর্তন শ্রবন করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। 

আগামী ১৫ মে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এই গুরুনাম সংকীর্তন। বরগুনা অবধূত সংঘের আয়োজনে ৪০ প্রহরব্যাপী এই সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি