ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্ব সমীক্ষায় প্রথম দশে মোদী-বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১৪ এপ্রিল ২০১৮

বিশ্বের ৩৫টি দেশের গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ করা হয়। সেই সমীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নবম স্থানে অমিতাভ বচ্চন।

এই সমীক্ষায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সবাই রয়েছেন মোদী-বচ্চন জুটির পরে। বিখ্যাত সমীক্ষা সংস্থা ইউগোভ ৩৫টি দেশের ৩৭ হাজার লোককে নিয়ে সমীক্ষাটি করে। রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা, প্রযুক্তিবিদ-সহ বিভিন্ন শাখার ব্যক্তিবর্গ ছিলেন এই তালিকায়।

সমীক্ষা অনুযায়ী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস প্রথম হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমীক্ষায় ১৭ নম্বর স্থানে রয়েছেন। আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় অমিতাভ বচ্চনের পরে স্থান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মহিলাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন প্রথম তালিকায়। প্রথম দশে কোনও ভারতীয় মহিলা নেই। সমীক্ষায় ঐশ্বর্যা রাই বচ্চন ১১তম, প্রিয়াঙ্কা চোপড়া ১২ তম ও দীপিকা পাডুকোন ১৩ তম স্থান পেয়েছেন।

জিনিউজ

 টিআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি