বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে ড. ইউনূসকে আমন্ত্রণ
প্রকাশিত : ২২:১৮, ২২ জানুয়ারি ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাই কালচারাল এন্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
বাংলাদেশ সময় বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলতি বছরের ১১ থেকে ১৩ই ফেব্রুয়ারি সামিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে লতিফা প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্রআন্দোলন থেকে সরকারে স্থান পাওয়া তিন উপদেষ্টাকেও আমন্ত্রণ জানান। যাতে তারা বর্ণনা করতে পারেন কীভাবে জুলাই গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।
এ সময় তারা উভয়ে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রফেসর ইউনূস বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, বেলজিয়ামের রাজাম পিলিপ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড, জার্মানির ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং শ্মিট প্রমুখ।
এসএস//
আরও পড়ুন