ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব স্ট্রোক দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আজ বিশ্ব স্ট্রোক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। দেশে বর্তমানে স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০ লাখ। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক স্ট্রোকে আক্রান্ত হয়ে এর দীর্ঘস্থায়ী প্রভাবে ভুগছে। প্রতি এক হাজারে আক্রান্ত হচ্ছে অন্তত ১০ জন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে— ‘স্ট্রোককে আমরা জয় করবো’।

সারা দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতে স্ট্রোক সচেতনতায় শোভাযাত্রা, সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে নিউরোসাইন্স ইনস্টিটিউটের উদ্যোগে।

বাংলাদেশ স্ট্রোক অ্যাসোসিয়েশনের গবেষকরা জানান, দেশে প্রতি হাজারে গড়ে অন্তত ১০ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি। ৫০ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়। প্রথম স্ট্রোক করার ৫ বছরের মধ্যে ঝুঁকির শঙ্কা বেশি থাকে।

চিকিত্সকরা জানান, স্ট্রোক ৩ ধরনের। মাইল্ড স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি