ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্রাম চাচ্ছেন তামিমও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭

সাকিব আল হাসান বিশ্রাম চাওয়ার পরই অনেকের মনে সংশয় হয়েছিল আরও  কয়েকজন বিশ্রাম চাইতে পারেন। সেই সংশয় সম্ভবত সত্য হতে যাচ্ছে। এবার নাকি তামিমও বিশ্রাম চাচ্ছেন!


ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, তামিম দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজের সময় ছুটির কথা ভাবছেন। তামিম এ ব্যাপারে বোর্ডে আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন না করলেও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এমন ইঙ্গিত মিলেছে।


এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, তামিম সরাসরি কিছু না বললেও বিভিন্ন মাধ্যম থেকে খবরটা শুনেছি। বর্তমানে তামিম বিশ্ব একাদশের পক্ষে পাকিস্তানে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছেন।


উল্লেখ্য, কয়েকদিন আগে টেস্ট ম্যাচ থেকে ছয় মাসের ছুটি চেয়ে বোর্ডে আবেদন করেছেন সাকিব আল হাসান। তবে সাকিবের তিন মাসের ছুটি মঞ্জুর করে বোর্ড।

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি