ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিষ্ময় বালক জসুয়া গালভাও! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৩:১৭, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এক বিষ্ময় বালক জসুয়া গালভাও! হাটা শিখার আগেই মার্শাল আর্টের কৌশল রপ্ত করে ফেলেছে এই একরত্তি ফাইটার। ইতোমধ্যেই সুপার কিডের খ্যাতি পেয়ে সারা বিশ্বের নজর কেড়েছে সে। তার চমৎকার সব ছবি আর ভিডিওতে এখন চাউর সব ধরণের সামাজিক মাধ্যম

মাত্র সাত মাস বয়স থেকেই তার বাবা মাকে অবাক করে দিয়ে পেশাদার মার্শাল আর্টিস্টদের মতো লাথি দেওয়া শুরু করে জসুয়া। ছেলের প্রতিভা দেখে আট মাস বয়স থেকেই নিয়মিত ট্রেনিং করানো শুরু করে দেয় বাবা সিজার গালভাও।

ছেলের এই কৃতিত্বকে সারা বিশ্বে ছড়িয়ে দেন বাবা-মা দুজনেই। সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও আর ছবি প্রকাশ করে আসছিলেন তারা।

জসুয়ার বাবাও একজন তায়কোয়ান্দো মাষ্টার।

ছেলেকে নিয়ে তিনি বলেন,  ‘‘তার ভেতরে সেই সামর্থ রয়েছে। সবচেয়ে শক্তির জায়গাটি হচ্ছে তার নিয়ন্ত্রণ। লাথি মারার আগে দুর থেকে নিজের লক্ষ ঠিক করে নিতে পারে সে। দীর্ঘদিন ধরে ছোট-বড়দের আমি ট্রেনিং দিয়ে আসছি, শিশুদের মধ্যে আমার দেখা জসুয়াই সবচেয়ে সেরা।’’

জসুয়ার বাবা আরও বলেন, ‘‘ঘুম থেকে উঠে সাধারণ শিশুদের মতই স্বাভাবিক খাবার খায় জসুয়া। তারপর লাথি দেওয়ার অনুশীলন করে। ও নিজেই চলে আসে অনুশীলনে। লাথির পর আমরা ফাইটিং করি।’’

ছোট্ট এই ফাইটারের মা ‘নাটালিয়া পোস্টেল’ও একজন তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্টধারী। তিনি জানান গর্ভাবস্থায় অনুশীলন করার ফলেই তার প্রভাব পরেছে সন্তানের উপর।

তিনি বলেন, ‘‘আমি যখন গর্ভবতী ছিলাম তখনও অনুশীলন চালিয়ে যাই। নিয়মিত ব্যয়াম করতাম ,যার প্রভাব জসুয়ার মধ্যেও রয়েছে।’’

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও এই সুপার কিডকে নিয়ে এখন বিষ্ময়ে ভরা সব সংবাদ প্রকাশ হচ্ছে। শুধু টিকটক অ্যাপেই এই ক্ষুদে ফাইটারকে অনুসরণ করছে ১৩ লাখেরও বেশি মানুষ।

এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি