ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিসিএলে জায়গা হয়নি, কষ্টের কিছু নেই: আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ১৮ নভেম্বর ২০১৮

গত ২১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কোনো দলই মোহাম্মদ আশরাফুলকে ডাকেনি। সঙ্গত কারণেই বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ, অনুযোগ কিংবা ক্ষোভ নেই। বরং ফ্র্যাঞ্চাজিগুলো যেমন পেশাদার আচরণ দেখিয়েছে তিনিও দেখছেন ঠিক সেভাবেই।

আশরাফুল বলেন, ‘বিসিএল তো যারা টপ প্লেয়ার তাদের নেয়। এনসিএলে যারা পারফর্ম করে। আমি তো পারফর্ম করতে পারিনি। পেশাদার খেলেয়োড় হিসেবে ওইভাবে কষ্ট পাওয়ার কিছু নেই। পারফর্ম করিনি তাই দলে নেয়নি। এটা তো আমার হাতে নেই।’

বিসিএলের গত আসরটি আশরাফুল খেলেছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। চলতি মৌসুমের শুরুতে যেহেতু দলটি তাকে উপেক্ষা করে গেছে তাতে আপাত দৃষ্টিতে মনেই হচ্ছে মৌসুমে আর কোনো ম্যাচই তাদের হয়ে খেলা হবে না তার। তবে দু-এক রাউন্ড শেষে অন্য কোনো দলে সুযোগ তৈরি হলে তাদের হয়ে খেলতে কোনো আপত্তি থাকবে না।

‘ম্যানেজমেন্টের কারো সাথেই কথা বলিনি। দু-এক রাউন্ড পর দলে নেয়ার অপশন আছে। তবে কারো সাথে কোনো আলাপ হয়নি।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি